ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
আজ শুরু হবে ইতালিয়ান লিগ, বিগ ম্যাচে মাঠে নামছে জায়ান্টরা

আজ শুরু হবে ইতালিয়ান লিগ, বিগ ম্যাচে মাঠে নামছে জায়ান্টরা

ক্রাড়া প্রতিবেদক

আজ থেকে শুরু হচ্ছে ইতালিয়ান লিগ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান মুখোমুখি হবে জেনোয়ার।

এছাড়াও ইংলিশ লিগের ম্যাচে আজ বিকাল সাড়ে ৫টায় লড়বে লিভারপুল-বার্নলি, আর রাত ৮টায় ম্যানচেস্টার সিটির আতিথ্য নেবে নরউইচ সিটি। এদিকে লা লিগার ম্যাচে রাত দু’টায় অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে সবার শেষে শুরু হচ্ছে ইতালিয়ান লিগ। য়্যুভেন্টাসের রাজত্ব দখল করে গেল মৌসুমে শিরোপা জেতা ইন্টার মিলানের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে লিগ।

অবশ্য চ্যাম্পিয়ন কোচ কন্তে আর দলের টপ স্কোরার লুকাকুকে মৌসুমের শুরুতেই হারিয়ে বড় ধাক্কা খেয়েছে ইতালিইয়ান চ্যাম্পরা। তবে নতুন কোচ সিমোন ইনজাগির অধীনে জেনোয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মসনদ ধরে রাখার মিশনে দলের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে ভক্তরা। দলের নতুর রিক্রুট অ্যাডিন জেকো ও হাকান চানালুলুর দুজনই থাকবেন মূল একাদশে।

ইন্টার মিলানের নতুন কোচ সিমোন ইনজাগি, আমাদের দলে কিছু দুর্বলতা আছে। তবে এখন পর্যন্ত ম্যানেজমেন্ট যাদের দলে ভিড়িয়েছে তাতে খুশি আমি। ফুটবলারদের উপরও আমার আস্থার কমতি নেই। আশা করি জয় দিয়ে লিগ শুরু করতে পারবো।

এদিকে স্প্যানিশ লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ রাতে। যেখানে বার্সেলোনা আতিথ্য নেবে অ্যাথলেটিকো বিলবাওয়ের। মেসিবিহীন বার্সা জয় দিয়েই লিগ অভিযান শুরু করলেও, অ্যাথলেটিক বিলাওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে কোম্যান শিষ্যদের। গত ম্যাচের মতই গ্রিজম্যান, ডিপাই ও ব্রাথওয়েট ত্রয়ী থাকবে বার্সার আক্রমণভাগের নেতৃত্বে। ইনজুরির কারণে এই ম্যাচও মিস করবেন আনসু ফাতি, সার্জিও অ্যাগুয়েরো, ডেমবেলে ও টের স্টেগানের মতো তারকারা।

ইংলিশ লিগে হার দিয়ে মৌসুম শুরু করেছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয় ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে পাওয়া সেই লজ্জা ঘোচাতে চায় সিটিজেনরা।

নরউইচ সিটির বিপক্ষে তিন পয়েন্ট পাওয়ার লড়াইয়ে গার্দিওলাকে তুষ্টিতে ভাসাবে ডি ব্রুইনার শতভাগ ফিট হয়ে ওঠার খবর। তবে নতুন ইনজুরিতে মাঠের বাইরে একাদশের নিয়মিত মুখ এলকাই গুন্ডোয়ান। সেই সাথে লম্বা ইনজুরিতে মাঠের বাইরে ফিল ফোর্ডেনও।

ম্যানচেস্টার সিটি’র কোচ পেপ গার্দিওলা বলেন, আমাদের এখনও ১১১ পয়েন্টের জন্য লড়াই করার সুযোগ আছে, যার জন্য বাকি রয়েছে ৩৭টি ম্যাচ। তবে অবশ্যই জয় দিয়ে লিগ শুরু করতে পারলে ভালো লাগতো। আমি চাই প্রতি ম্যাচেই যেন আমার দল উন্নতি করে, ছেলেরা প্রতি ম্যাচেই নিজেদের সেরাটা নিংড়ে দেয়।

এদিকে রাতে মাঠে গড়াবে জার্মান লিগের ম্যাচও, যেখানে বরুশিয়া ডর্টমুন্ড আতিথ্য নেবে ফেরিবার্গের।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন