ডার্ক মোড
Sunday, 08 September 2024
ePaper   
Logo
আজ-কাল ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ৯ ঘণ্টা

আজ-কাল ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ৯ ঘণ্টা

নিজস্ব প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও প্রাণহানি ঠেকাতে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ আগামী দুদিন (শুক্র ও শনিবার) ঢাকাসহ চার জেলায় ৯ ঘণ্টা করে শিথিল থাকবে। দুদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ শিথিল থাকবে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার এসব এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (৭ ঘণ্টা) কারফিউ শিথিল ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

দুদিন পর রোববার কি কারফিউ উঠিয়ে নেওয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারফিউ উঠিয়ে নেওয়ার কথা বলিনি, শিথিলের কথা বলছি। উঠিয়ে দেওয়ার কথা এখনো আসেনি। যখন আসবে, নিজেরাই বুঝতে পারবেন, এখন কারফিউ উঠিয়ে নেওয়ার সময় হয়েছে।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এসময় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন