ডার্ক মোড
Sunday, 05 January 2025
ePaper   
Logo
আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

কয়েক দিন আগেই ভারত থেকে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর পালা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি আগামীকাল সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে সকাল দশটায়।

তার আগে আজ রোববার শেষ সময়ের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে দুই দল। এরপর গণমাধ্যমে কথা বলেছেন দুই দলের অধিনায়ক। প্রথম টেস্ট নিয়ে নিজেদের চাওয়া-পাওয়ার কথা জানিয়েছে দুই দলই।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, 'ওরা অভিজ্ঞ দল না এটা ঠিক আছে কিন্তু সত্যি বলতে আমার মনে হয় তারা ভালো দল। আমরা লাস্ট চারটা টেস্টের দুইটা জিতছি, দুইটা হারছি। জয়ের শতকরা হার যদি বলি পঞ্চাশ। ভালো খেলেছি, ভারতে ভালো খেলেনি। আমার মনে হয় দল খুব ভালো অবস্থায় আছে, বিশেষ করে এই টেস্ট দলটা।’

‘ঘরের মাঠে আমরা সবসময় ভালো করি। আমার বিশ্বাস আমাদের যে বোলিং অ্যাটাক বা ব্যাটাররা আছে আমরা যদি পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারি তাহলে ভালো টেস্ট ম্যাচই হবে। কিন্তু দুইটা দলের জন্য অনেক চ্যালেঞ্জ হবে। যে প্রতিটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলবে সেই দলটাই জিতবে। কিন্তু আমি অবশ্যই বাংলাদেশ দলকে এখানে একটু এগিয়ে রাখব।’

সাকিবের না থাকা নিয়ে শান্ত জানান, ‘এরকম কোনো কিছুই না। আমি যেটা একটু আগে বললাম আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে সেই জায়গায় আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’

‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।'-যোগ করেন তিনি।

দলের কম্বিনেশন নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই এখন সমস্যা হচ্ছে কম্বিনেশন মিলাতে। এটা অস্বীকার করার কিছু নেই। হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণে নেই। এটা আমাদেরকে সেভাবেই ম্যানেজ করতে হবে। যে খেলোয়াড়গুলো আছে, আমার মনে হয় ওই সক্ষমতাটা আছে যে, যার যে জায়গা থেকে ভূমিকা রাখবে। আমি আশা করবো যে খেলোয়াড় আসবে তার জায়গা থেকে সে একশ ভাগ দেবে।’

পরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বাংলাদেশকে শক্তিশালী দল বলেন, 'তবে তাদের এখনকার স্কোয়াডও অনেক শক্তিশালী, ভালো ভালো স্পিনার আছে। বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন এবং রোমাঞ্চকর কয়টা দিন অপেক্ষা করছে।'

মার্করাম জানিয়েছেন চ্যালেঞ্জের কথাও, 'স্পিন অবশ্যই আলোচনার বিষয়, বিশেষ করে যখন কিনা আমরা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। আমাদের দেশে এমন কন্ডিশন পাই না। আমাদের জন্য রোমাঞ্চকর এক চ্যালেঞ্জ। তাও তরুণ একটা দল, যারা এখানে টেস্ট খেলেনি। নতুন কন্ডিশনে খেলা সবসময় রোমাঞ্চকর। এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচ এবং ভবিষ্যতে উপমহাদেশের খেলায় কাজে লাগাতে হবে।'

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন