অভিনব কায়দায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের গোপিনাথপুর এলাকা থেকে অভিনব কায়দায় মাইক্রো বাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন গোপিনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাইক্রো বাসের শুন্যগ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা ১৯.৫ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার কসবা থানার বিদ্যানগর এলাকার মোঃ রেহান উদ্দিনের ছেলে মাদক সম্রাট মূলহোতা মোঃ সোহেল রানা (৩৫), হরিপুর এলাকার মৃত আব্দুল মারেকের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৫), নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার জাহাজাদপুর এলাকার মৃত নরুল হুদার ছেলে সৈয়দ মোঃ মেহেদী হাসান (৩৯) ও আকরামুল।
বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, সোহেল চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলা ও খুনের (হত্যা) মামলার আসামী। আসামী রুবেলও মাদক মামলার আসামী। মূলহোতা আসামী সোহেল তার সহযোগী আসামী রুবেল, মেহেদী ও আকরামুল এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাক্ষণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাইক্রোবাসে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। এই সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে সদর দপ্তর, ইন্ট উইং ও র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মাদক সম্রাট মূলহোতা আসামী সোহেলসহ তার সহযোগী আসামী রুবেল, মেহেদী ও আকরামুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় অভিনব কায়দায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে বহনকালে ১৯.৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের মাইক্রোবাস তল্লাশী করলে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে (গ্যাসশুন্য সিলিন্ডার) থাকা অবৈধ মাদকদ্রব্য ১৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় একটি মামলা রুজু করা হয়।