
অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে ঘরবাড়ি, গ্রাম
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে বলে, অভিযোগ পাওয়া গেছে।
নাগেশ্বরী উপজেলার কচাকাটায় থানার সামনেই সংকোশ নদীতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বালু ব্যবসায়ীরা।
কেদার ইউনিয়নের টাপুর গ্রামের গোলামুর রহমান ও মকবুল হোসেন অভিযোগ করে বলেন, টাপুর গ্রামের সংকোশ নদীতে নির্মানাধীন ব্রীজের অদুরে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন থেকে বালু ব্যাবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে আমাদের ফসলি জমি ভেঙ্গে নদীতে পড়ছে। একই গ্রামের কছর উদ্দিন ও হোসেন আলী বলেন, সংকোশ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় আমাদের ঘরবাড়ী হুমকির মুখে পড়ছে।
এ ব্যাপারে কেদার ইউনিয়নের তহশিলদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
এ ছাড়াও নেওয়াশী ইউনিয়নের কাশির ডারা বিলে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। হাজীপাড়া গ্রামের কাশেম আলী অভিযোগ করে বলেন, ফকিরেরহাট বাজার পাচঁশত গজ উত্তরে এবং কাশির ডারায় বছরের পর বছর ধরে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে অসাধু বালু ব্যবসায়ীরা।