অপ:প্রচার বন্ধ করে শান্তির দেশ প্রতিষ্ঠা করতে হবে
নিজস্ব প্রতিবেদক
ছাত্র জনতার সফল অভুত্থানের পর একটি মহল দেশে মিথ্যা প্রচারণা, ধ্বংস ও লুটপাটের মাধ্যমে অর্জিত সাফল্যকে ¤øান করার অপচেষ্টা চালাচ্ছে।
সম্মিলিত লেখক ফোরামের উদ্যোগে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘শান্তির জন্য কবিতা’ শিরোনামে একটি কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। কবি শাহীন রেজার সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। ৭৫ জন কবি এতে কবিতা পাঠ করেন।
কবি গোলাম রব্বানী টুপুলের পরিচালনায় এতে যারা কবিতা পাঠ করেন তারা হচ্ছেন, কবি এবিএম সোহেল রশীদ, শাহীন চৌধুরী, শামীমা চৌধুরী, রফিক হাসান, শান্তা মারিয়া, রোদেলা নীলা, ফরিদ ভ‚ঁইয়া, ক্যামেলিয়া আহমেদ, হেলাল উদ্দিন, নূরুল হক, হুমায়ুন কবির, দালান জাহান, শহীদুল্লাহ সরকার, সরদার আব্বাস উদ্দিন, রানা হামিদ, এল জামান, মাহবুব খান, নন্দিনী খান, নাজমুল হাসান, এন আই জীবন, মোজাফ্ফর বাবু, রি হোসেইন, আহমেদ সাঈদ, আবুল খায়ের, মাশুক শাহী, দেলোয়ার হোসাইন, নূরুল শিপার খান, শারমিন সুলতানা, আফিয়া রুবি, কাজী তিথি জামান, আহমেদ সাঈদ, সানজীদ নিশান চৌধুরী, রানা হোসেন, সুশান্ত ভৌমিক প্রমুখ।
বক্তারা বলেন, দখলকৃত সকল প্রতিষ্ঠান মুক্ত করতে হবে, রাজনৈতিক নিয়োগ বাতিল করতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রশাসনের পাশে থেকে কাজ করতে হবে, সকল অপ:প্রচার বন্ধ করতে হবে। ছাত্র জনতার বিজয়কে যে কোন মূল্যে সুসংহত রাখতে হবে।