ডার্ক মোড
Thursday, 02 May 2024
ePaper   
Logo
অন্ধ্রে কারখানায় গ্যাস লিক, গুরুতর অসুস্থ ১২১ নারী শ্রমিক

অন্ধ্রে কারখানায় গ্যাস লিক, গুরুতর অসুস্থ ১২১ নারী শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের আনাকাপাল্লে জেলার একটি গার্মেন্ট কারখানায় গ্যাসের পাইপের ছিদ্র দিয়ে বিষাক্ত গ্যাসের নির্গত হওয়ায় ওই কারখানার ১২১ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার আনাকাপাল্লের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্র্যানডিক্স স্পেশাল ইকোনমিক জোনের একটি কারখানায় এ ঘটনা ঘটে বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার সকালে কারখানায় শিফট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়তে থাকেন একের পর এক কর্মী। প্রথমে তারা বমি করতে শুরু করেন, পরে অচৈতন্য হয়ে যেতে থাকেন।

ইকোনমিক জোনের ভিতরেই তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তাতে রোগীদের অবস্থার উন্নতি না হওয়ায় তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

অন্ধ্র রাজ্য সরকারের বাণিজ্যমন্ত্রী গুড়িভাদা অমরনাথ এক টুইটবার্তায় এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই নিয়ে রাজ্যে গত দু’মাসে দু’টি গ্যাস লিক করার ঘটনা ঘটল। গ্যাস লিক হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান করতে পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিস্তারিত তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বস্ত্র সংস্থাটি বন্ধ রাখা হবে।’

গত জুন মাসেও অন্ধ্রের বিশাখাপত্তনম জেলার একটি ল্যাবরেটরিতে কাজ চলাকালে গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটেছিল। এতে অসুস্থ হয়ে পড়েন ওই ল্যাবরেটরির ১৭৮ জন কর্মচারী।

সেই ঘটনার পর তা তদন্তে সরকারের পক্ষ থেকে একটি যৌথ কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি জানায়, শীতাতপ যন্ত্রের (এসি) গ্যাস লিকের কারণেই ঘটে এ দুর্ঘটনা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন