ডার্ক মোড
Tuesday, 01 July 2025
ePaper   
Logo
অতিতের যেকোনো সময়ের চাইতে গণমাধ্যম অনেক স্বাধীনতার উপভোগ করছে -ডেপুটি প্রেস সচিব

অতিতের যেকোনো সময়ের চাইতে গণমাধ্যম অনেক স্বাধীনতার উপভোগ করছে -ডেপুটি প্রেস সচিব

চট্টগ্রাম ব্যুরো

অতিতের যে কোন সময়ের চাইতে বর্তমানে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে সংবাদ মাধ্যম । সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রধানতম বন্দর ও বাণিজ্য নগরী হিসাবে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদেও ভুমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়াল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বিদেশি বিনিয়োগ কারিদের কাছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহনের আহ্বানের পাশাপাশি চট্টগ্রামে বিনিয়োগে আহ্বান জানান।

চট্টগ্রামে বিনিয়োগ হলে লাভবান হবে পুরো দেশ। কারন চট্টগ্রাম হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতির লাইফ লাইন। আজ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জনাব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। আলমগির অপু। মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমীর, হাসান মুকুল, ওয়াহিদ জামান প্রমুখ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন এই সরকার বৈষম্য বিরোধী সরকার। সারাদেশে যেন সুষম উন্নয়ন হয় সরকার সে জন্য আন্তরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন এসব অপতৎপরতা রোধে কার্যকর পদকাক্ষেপ নেওয়া হচ্ছে। এব্যপারে তিনি দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

জাহিদুল করিম কচি তাঁর বক্তব্যে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া বরাদ্দ বাতিল করে চট্টগ্রামের ক্রিড়া সংস্থার অধিনে ফিরিয়ে দেওয়ার জন্য ডেপুটি প্রেস সচিবের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন