Dark Mode
Thursday, 19 September 2024
ePaper   
Logo
শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ ৪ জনকে ডিএমপির কাছে হস্তান্তর

শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ ৪ জনকে ডিএমপির কাছে হস্তান্তর

ময়মনসিংহ প্রতিনিধি

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারচালক সেলিমসহ চারজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করেছে ধোবাউড়া থানা। আজ সোমবার দুপুর তিনটার দিকে তাদের ডিএমপিতে হস্তান্তর করা হয়।

এর আগে সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, আজ দুপুর ৩টার দিকে আটক চারজনকে ডিএমপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা ঢাকার উদ্দেশে চলে গেছেন।

এর আগে একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে ডিএমপির ১৬ সদস্যের দল আজ দুপুরে ধোবাউড়া থানায় যান। ডিএমপির বিভিন্ন থানায় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর নামে মামলা রয়েছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!