Dark Mode
Tuesday, 09 September 2025
ePaper   
Logo
রংপুরে গ্লোবাল স্টাডিস অলিম্পিয়াডে ১ হাজার শিক্ষার্থী

রংপুরে গ্লোবাল স্টাডিস অলিম্পিয়াডে ১ হাজার শিক্ষার্থী

গ্লোবাল স্টাডিস অলিম্পিয়াডকে ঘিরে শিক্ষার্থীদের মিলনমেলা বসে রংপুরে। তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে সুনাগরিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল। সমাপনীতে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল স্টাডিস অলিম্পিয়াডের উপদেষ্টা ও বেসরকারি তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন। বিশেষ অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ মোনালিসা রহমান; সাংবাদিক সরকার মাজহারুল মান্নান; রংপুর মিউজিক্যাল ব্র্যান্ড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অজয় নাথ এবং শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান।

স্বাগত বক্তব্য দেন গ্লোবাল স্টাডিস অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুঈয মুবাররাত এবং সিইও শোয়াইব হক শিবতী।

রংপুরের সরকারি-বেসরকারি ১৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক তিনটি ক্যাটাগরি এবং আইকিউ পরীক্ষায় অংশ নেন।

ডিসি রবিউল ফয়সাল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘এই উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করবে এবং প্রতিযোগিতার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক হবে।’

সমাপনীতে অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞান প্রতিযোগিতায় মনোনিবেশ করতে হবে। এ উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।’

ওএমআর শিটের মাধ্যমে ফলাফল নির্ধারণ করে তিন ক্যাটাগরিতে ৩০ জন শিক্ষার্থীকে মেডেল, ক্রেস্ট ও ৩০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই অলিম্পিয়াড আয়োজন করে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সংগঠন, যারা ক্যারিয়ার উন্নয়নে বিভিন্ন কর্মসূচিও পরিচালনা করে থাকে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!