
পি আর পদ্ধতিতেই নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : নীলফামারীর সমাবেশে আবদুল হালিম
নীলফামারী সংবাদদাতা
নীলফামারীতে দায়িত্বশীল সমাবেশে মাওলানা আবদুল হালিম বলেন পি আর পদ্ধতিতেই নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
জেলা জামায়াত অফিস আলহেলালে শনিবার সকালে দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশ
নীলফামারী সদর আসনের পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর পরিচালক মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, নির্বাচনী কাজে আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার মেসেজ দিতে হবে। ডিসেম্বরে হলেও জামায়াত নির্বাচন করতে প্রস্তুত আছে। পি আর পদ্ধতিতেই নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নীলফামারীর চারটি আসনেই আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে আমাদের আবেদন পেশ করতে হবে। এক্ষেত্রে আমাদের নির্বিঘ্নে ও সর্বাত্মকভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলা সাবেক আমীর আব্দুর রশিদ,
নীলফামারী জেলা আমীর ও ডোমার-ডিমলা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আরও বক্তব্য রাখেন
জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম,
সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ জলঢাকা আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য জনাব মনিরুজ্জামান মন্টু, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস বিভাগীয় সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম,জেলা কর্মপরিষদ সদস্য ও নীলফামারী সদর আমীর মাওলানা আবু হানিফা শাহ, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক শাহ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit