বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ফয়েজ উদ্দীনের ঘর পুনঃ নির্মাণে আনসার বাহিনীর উদ্যোগ
কুমিল্লা প্রতিনিধি
সাম্প্রতিক বন্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফয়েজ উদ্দীনের ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামে তাঁর বাড়ি।
গত ২৩ আগস্ট রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় শত শত বাড়িঘর। এসব বাড়িঘরের মধ্যে ছিল ফয়েজের বসতঘর। বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নজরে আসলে রেঞ্জ কমান্ডার কুমিল্লা মহোদয়কে দ্রুত বাড়ি নির্মাণ করার নির্দেশনা প্রদান করেন।
তারই প্রেক্ষাপটে, আজ ১২.১১.২০২৪ খ্রিস্টাব্দে রেঞ্জ কমান্ডার জনাব আশীষ কুমার ভট্টাচার্য মহোদয় ফয়েজ উদ্দীনের ঘর নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: রাশেদুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, কুমিল্লা; শাহিন আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বুড়িচং, কুমিল্লা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর কুমিল্লা ও ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?