
বাউফলে তালগাছ থেকে পরে এক যুবকের মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে পানির তাল পারতে যেয়ে তালগাছ থেকে পরে যেয়ে সোহাণ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরের দিকে পৌরশহরের ৬নং ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর মাদ্রাসার এণকায় এ ঘটনা ঘটেছে। নিহত সোহাণ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার জমাদ্দারের ছেলে।
জানা গেছে,টাকার বিনিময় বিভিন্ন জনের গাছ থেকে পানি তাল,নারিকেল পেরে থাকেন। সে মোতোবেক সোহাণ সোমবার দুপুরের দিকে পৌরশহরের ৬নং ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর
মাদ্রাসারসোমবার দুপুরের দিকে পৌরশহরের ৬নং ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর মাদ্রাসার সংলগ্ন তাল গাছ থেকে পানি তাল পারার জন্য গাছে উঠলে তাল গাছ থেকে পরে যান তিনি।
স্থাণীয় আহত অবস্থায় সোহাণকে বাউফল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
বাউফল উপজেলা হাসপাতলের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নুরজাহান বলেন, নিহত সোহাণের মাথায় গুরুত্বের আঘাতের চিহ্ন ছিল। মস্তিকে অতিরিক্ত রক্তক্ষনের জন্য মৃত্যু হয়েছে।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন,এব্যাপারে একটি অপমৃত্যু হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?