
বাউফলে এইচপিভি টিকাদান কর্মসূচির প্রস্ততিমূলক সভা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
আগামী ২৪ অক্টোবর থেকে সারা দেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শুরু হচ্ছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাউফল স্বাস্থ্য কমপেলেক্্র মিলনায়তনে উপজেলা এইচপিভি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ডাক্তার মিরাজ সঞ্চলানায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন,স্কাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা,ওসি মোঃ কামাল হোসেন,ডাঃ সানজিতা ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামন,এনজিও প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন,প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
সভায় প্রশান্ত কুমার সাহা বলেন,জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ^ব্যাপী পরীক্ষিত,নিরাপদ ও কার্যকর । এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোধের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ১০থেকে ১৪ বছর বয়সী কিশোররীদের ০১ ডোজ এইচপিভি টিকা প্রদান করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?