Dark Mode
Friday, 29 August 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭৭৫  কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

 

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টায় নগর ভবনের অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক এএইচএম কামরুজ্জামান।

 

এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৭৫ কোটি টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোট ৯৩ লাখ টাকা। মোট স্থিতি ৯৬ কোটি ৪০ লাখ টাকা। প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ১৫১ কোটি টাকা।

 

বাজেটে ২০২৫-২০২৬ অর্থবছরে মশক নিধন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। যা ২০২৪-২০৫ অর্থবছরে বরাদ্দ ছিল ২ কোটি ১৩ লাখ টাকা। এবার বর্জ্য ব্যবস্থাপনা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি ৮৩ লাখ টাকা। যা ২০২৪-২০২৫ অর্থবছরের ছিল ১৫ কোটি ২৭ লাখ টাকা মাত্র।

 

আয়ের খাত : ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়ের খাতে রাজস্ব আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৫৪ লাখ টাকা। পানি সরবারহ আয় ২৮ কোটি ৬০ লাখ টাকা। সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা (থোক) বাবদ ৩৬ কোটি ২৫ লাখ টাকা। বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প ১৭০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্প সহায়তা (ডিপিপি) বাবদ ১২০ কোটি টাকা। রাজস্ব খাত থেকে আগত উন্নয়ন আয় ৫৪ কোটি ৯০ লাখ টাকা। সবমিলিয়ে মোট আয় ধরা হয়েছে ৬২৪ কোটি ৩০ লাখ টাকা।

 

ব্যায়ের খাত : ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে ব্যায়ের খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ৯৩ লাখ টাকা। রাজস্ব সাধারণ ব্যয় ১৯৫ কোটি ৩৬ লাখ টাকা। পানি সরবারহ বাবদ ব্যয় ২৭ কোটি টাকা। রাজস্ব উন্নয়ন বাবাদ ব্যয় ৮২ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচী ৫৬ কোটি ৭৫ হাজার টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ডিপিপি) বাবদ ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প সহায়তা ১৭০ কোটি টাকা। নাসিক এর নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন, পরিবেশ সংরক্ষরণ ও গণপরিসর উন্নয়ন খাতে ব্যায় বরাদ্দ রাখা হয়েছে ৮২ কোটি টাকা।

 

জানাগেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেটের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা। নাসিক সূত্রে জানাগেছে, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে নাসিক সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। কর হার বৃদ্ধি না করে করের ব্যাপ্তি এবং রাজস্বের নতুন খাত সৃজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সহজ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে ই-ট্রেড লাইসেন্স, ই-সনদ সফটওয়ার, ই-পানির  বিল সফটওয়ার এর মাধ্যমে আধুনিকায়ন অব্যাহত রয়েছে। রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্য পঞ্চবার্ষিকী এসেসমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার কর পুণ:যাচাই করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সময়মত হোল্ডিং ট্যাক্স আদায় এবং আদায় বৃদ্ধির লক্ষ্যে অগ্রিম কর প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে রিবেট প্রদান করা হচ্ছে।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান বলেন, এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক বাতির উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

 

এ সময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর এটি ১৪তম বাজেট। এর আগে নাসিকের তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২৩-২৪ অর্থবছরে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছিলেন।

 

প্রসঙ্গত, জুলাই মাসের অভ্যুত্থানের পর সরকার দেশের সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নেন।

 

নাসিকের হিসাব শাখা জানায়, এবার বাজেটে আয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়ি-সম্পত্তি কর আদায়, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বাজারভাড়া ইত্যাদি উৎস থেকে আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সরকারি-বৈদেশিক সহায়তার ওপরও নির্ভর করবে বাজেট বাস্তবায়ন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!