
নবাগত ইউএনও‘র সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হরে কৃষ্ণ অধিকারী। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার ( ভ’মি) বিপূল সিকদারের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মহসিন খান, সাধারণ সম্পাদক আবুল বাসার খান, যুগ্ম সম্পাদক অলি আহমদ, প্রেসক্লাব সদস্য আরিফ সুজন, মো: সুজন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ডব্লু, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মুন্না, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: হাসান, সাধারন সম্পাদক ফোরকান হোসেন ইমরাত, সাংস্কৃতিক সম্পাদক সৌরভ জোমাদ্দার, গণমাধ্যম কর্মি কামাল হোসেন, স্বপন কুমার ঢালী, জসীম উদ্দীন, রেজাউল করিম নেছার প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। এ উপজেলায় আমি মাত্র দুই দিন যোগদান করেছি। যে কোনো সমস্যার সমাধানে ও উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit