বন্দরে অটোর ধাক্কায় শিশু শিক্ষার্থী নয়ন তারা নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
অটোরিক্সার ধাক্কায় আয়েশা আক্তার ওরফে নয়ন তারা (৪) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগন্জ জেলার বন্দর উপজেলার বাজুরবাগ পাকা রাস্তায় বাতেন মিয়ার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থী আয়শা আক্তার ওরফে নয়ন তারা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল গ্রামের রাজু মিয়ার মেয়ে। ওই সময় স্থানীয় জনতা র্দূঘটনাস্থল থেকে ঘাতক অটোরিক্সা চালক মাহমুদকে আটক করেছে।
আটককৃত অটোচালক মাহমুদ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকার জালাল মিয়ার ছেলে। এলাকাবাসী অভিযোগ বেপরোয়া গতিতে অটোরিক্সা চালানোর কারণে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তারের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলবন্দ বাজার এলাকায় অবস্থিত ইকরা কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রণির শিক্ষার্থী নয়ন তারা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল ছুটি শেষে হেঁটে নানা বাড়িতে যাওয়ার পথে পিচকামতাল-বাজুরবাগ পাকা রাস্তা বাতেন মিয়ার বাড়ির সামনে পৌঁছালে পেছন দিকে দিয়ে দ্রুত গতিতে একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়।
এ সময় শিশু শিক্ষার্থী ছিটকে রাস্তার পাশে বাউন্ডারি দেয়ালে লেগে গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?