Dark Mode
Thursday, 03 July 2025
ePaper   
Logo
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড , পুলিশের যৌথ অভিযান

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড , পুলিশের যৌথ অভিযান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ  কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে সোমবার ৫ টি আগ্নেয়াস্ত্র, চোরাইকৃত স্বর্ণসহ ২ জন দুর্ধর্ষ ডাকাত, ১ জন নারী সহযোগী ও ১ জন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী আটক করেছে ।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে  জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ২ টা থেকে ০১ জুলাই সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে শামীম ডাকাত বাহিনীর ২ জন সক্রিয় সদস্য মোঃ সোহেল (২৩), মোঃ সুমন উদ্দিন (৩৫) এবং নারী সহযোগী মোছাঃ পারুল বেগম (৩২) কে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, ২ বোতল চেতনানাশক ঔষধ, ২ ভরি ১২ আনা তামার উপর স্বর্ণের প্রলেপ দেওয়া চোরাই হাতের চুড়ি এবং ১০ ভরি ১৩ আনা চোরাই রুপার অলংকার সহ আটক করা হয়। পরবর্তীতে ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট স্বর্ণালংকার সোনাদীয়া ইউনিয়নের মাইজদি বাজার এর প্রিয়া জুয়েলার্স হতে উদ্ধার করা হয়। এসময় চোরাইকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় প্রিয়া জুয়েলার্সের মালিক উজ্জল বনিক (৪২) কে আটক করা হয়।

আটককৃত ডাকাত ও নারী সহযোগী নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়ির চর এলাকা এবং চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী একই উপজেলাধীন ওসখালীর লক্ষীদিয়া এলাকার বাসিন্দা।

 আটককৃত ডাকাত, ডাকাত দলের নারী সহযোগী ও চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ীসহ জব্দকৃত সকল আলামত এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!