
দোহার পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আব্দুর রহিম মিয়ার ইন্তেকাল, শোকের ছায়া
দোহার (ঢাকা) প্রতিনিধি
দোহার পৌরসভার প্রথম মেয়র ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রহিম মিয়া (৯৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ।
বুধবার সকালে ঢাকার দোহার উপজেলার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুর রহিম মিয়া ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত একটানা দোহার পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২২ বছরের মেয়াদকালে তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে সেবা করেছেন এলাকাবাসীর। এর আগে তিনি জয়পাড়া ইউনিয়নের ২০ বছর দায়িত্ব পালন করে।
জনবান্ধব ও নীতিবান নেতৃত্বের কারণে তিনি সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
তিনি দোহারের জয়পাড়া হাজি বাড়ির মরহুম আব্দুল বাকির ছেলে। তার পিতা ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
বুধবার বিকেল ৪টায় জয়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা এবং দোহার পৌরসভার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহিম মিয়া ব্যক্তি জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন দোহার উপজেলার বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপার্সন সেলিমা অন্তরা হুদা, ঢাকা-১ আসনের মনোনীত এমপি প্রার্থী ব্যারেষ্টার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন, দোহার উপজেলায় বিএনপি সভাপতি মেছের খান, ঢাকা জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন এছাড়াও মেয়েরের ছেলেসহ পরিবার অন্য অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit