
"সারাদেশের থ্যালাসেমিয়া রোগিদের সেবা করতে চাই" -এ.জেড মিজান
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
'তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ' এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে- নওগাঁর পত্নীতলায় 'রক্তদান মানব কল্যাণ সংস্থা' আয়োজনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে দিবসটির সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন- 'রক্তদান মানব কল্যাণ সংস্থা'র প্রতিষ্ঠাতা সভাপতি এ.জেড মিজান। তিনি বলেন, 'সারাদেশের থ্যালাসেমিয়া রোগিদের আমি সেবা করতে চাই। এ জন্য ব্লাড ডোনার'দের মানবিক ভাবে এগিয়ে আসতে হবে।'
তিনি আরও বলেন, 'আমার ব্যক্তি উদ্যােগে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ডোনারের মাধ্যমে রক্ত দান করানো হয়েছে দেশ-বিদেশের রোগিদের। ভারত ও পাকিস্তানের রোগিদের রক্ত দান ব্যবস্থা করা হয়েছে।'
এসময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুল বারী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক বায়োজিদ রায়হান শাহীন, পৌর বিএনপির নেতা আল আমিন কবির জামাল, নজিপুর বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নূরনবী রয়েল, দিবর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাফায়াত, ব্যবসায়ী মাসুম, শরিফুল ইসলাম তুহিন, মিজানুর রহমান, ফিরোজ মান্নান বিপ্লব, তামিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, 'রক্তদান মহৎ কাজ। রক্তের বিনিময়ে একজনের প্রাণ বাঁচাতে পারে। তেমনিভাবে থ্যালাসেমিয়া রোগিদের নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। এ রোগের চিকিৎসা তেমন নেই, রক্তদানের মাধ্যমে মূলত রোগিদের বেঁচে থাকা সম্ভব। তাই আমরা মানুষ হয়ে মানুষকে বাঁচাতে রক্ত দান করবো।'
এসময় রক্তদাতা ও রক্ত গ্রহিতাগণ এবং থ্যালাসেমিয়া রোগে অসুস্থ রোগিরা উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit