
তালায় দুর্গত মানুষের মাঝে বিএনপির ত্রাণসামগ্রী বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেন, আরাফাত রহমান কোকোকে যার নির্দেশে সাজা দেওয়া হয়েছে, তিনিই আবার সান্ত্বনা দিতে আসলেন খালেদা জিয়াকে। তার দুঃশাসনে অতিষ্ঠ ছিল গোটা দেশবাসী। পনেরো বছরের দুঃশাসন শেষে দুপুরের খাবার রেখে শেখ হাসিনা পালিয়েছে। সারা দুনিয়া তা দেখেছে। মিথ্যা হত্যা চেষ্টা মামলায় যদি আমার ৭০ বছরের সাজা হয়, তবে শেখ হাসিনার সাজা হতে হবে হাজার বছর।
তিনি শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা এলাকার বানভাসি দুর্গত সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দেওয়ানিপাড়া বাজার এলাকায় ওই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন, সদস্য আব্দুল মান্নান মোড়ল মিঠু, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, তালা উপজেলার যেসব এলাকা প্লাবিত হয়েছে,আগামী এক মাসের মধ্যে সেসব এলাকার পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?