জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কুলাউড়ার কায়ছল ইসলাম
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতিসন্তান ও যুক্তরাজ্য প্রবাসী কায়ছল ইসলাম। জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা মন্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে কায়ছল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব দেয়া হয়।
গত ২৯ নভেম্বর জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়। জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করেন এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে কায়ছল ইসলাম জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্খীরা।
উল্লেখ্য, কায়ছল ইসলামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে। তিনি কাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সিলেট মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?