বরিশালে চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত
বরিশাল ব্যুরো
বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত চরে চোরাই গরু-ছাগল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার চুনারচরে এ ঘটনা ঘটে বলে হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
গত মঙ্গলবার সকালে আহত পুলিশ সদস্যদের দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বরিশাল পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
আহতরা হলেন- কাজিরহাট থানার এসআই আলমগীর হোসেন, হিজলা থানার এসআই রফিকুল ইসলাম, পিএসআই আব্দুর রহিম এবং কনস্টেবল মো. শাহীন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, মেঘনা নদী বেষ্টিত চুনার চর হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার সীমান্ত এলাকা। গ্রামটি দুর্গম এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল ও মহিষ চুরি করে সেখানে মজুদ করা হত।
“৫ অগাস্টের পর থেকে এ পর্যন্ত ৬০০ থেকে ৭০০ গরু-মহিষ ও ছাগল চুরির ঘটনা ঘটেছে। গোপন খবরে জানা গেছে, চুরি যাওয়া সিংহভাগ পশু ওই গ্রামে মজুদ রাখা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার রুবেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তার নামে চুরির একাধিক মামলাও রয়েছে।
“রাত সাড়ে ১২টার দিকে চোরাই গরু উদ্ধার ও রুবেলকে গ্রেপ্তারে পুলিশের ১১ সদস্য ওই এলাকায় অভিযান চালায়। টের পেয়ে গ্রামবাসী দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।”
তিনি বলেন, খবর পেয়ে হিজলা থানা-পুলিশের অতিরিক্ত সদস্যসহ পাশের মেহেন্দিগঞ্জ ও কাজির হাট থানা পুলিশ যৌথ অভিযান চালায়। রাত আড়াইটার দিকে আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি আবুল কালাম আজাদ।এ ঘটনায় ৩ জন গ্রেপ্তার হয়েছে এবং মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?