অবৈধ গ্যাস সংযোগ নেয়ার সময় নারায়ণগঞ্জে বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার সময় তিতাসের পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুনে সাতজন শ্রমিক দগ্ধ হন।
দগ্ধদের উদ্ধার করে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত এগারোটায় উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কাঁচপুর ফায়ার সার্ভিস ও তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, সোনাপুর সিনহা গার্মেন্টসের বিপরীত পাশে লাভলী সিনেমা হলের সামন বিএনপি নেতা জসিম, জমির দালাল আঃ রব, মান্নান মেম্বারের ভাতিজা মাসুম ও ম্যানেজার সেলিমের নেতৃত্বে একটি চক্র অর্থের বিনিময়ে বিনিময়ে ওই এলাকার তিতাস গ্যাসের মূল বিতরণ পাইপ থেকে অবৈধভাবে বিভিন্ন বাড়ি ও কারখানায় গ্যাস সংযোগ দিয়ে আসছে।
শনিবার রাতেও তারা অবৈধভাবে সংযোগ নেয়ার চেষ্টা করে। এ সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করতে গেলে তিতাসের মূল পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে।
এতে আগুনে রাজু , রিপন, মিজান, শাহজালাল, জাহাঙ্গীর, জয় ও সুলতান নামে সাতজন শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, বিষয়টি আমাদের কেউ জানায় নি। তবে সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম একই কথা বলেন।
তিনি বলেন, আগুনের ঘটনা ঘটেছে এমন কোন খবর কেউ আমাদের জানায়নি। জানালে অবশ্যই আমরা আগুন নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে যেতাম। তবে সকালে খবর পেয়ে ঘটনাস্থল অনুসন্ধানে আমাদের টীম পাঠানো হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?