
সাভারে বিএনপির উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
নিজস্ব প্রতিবেদক,সাভার
সাভারে শুরু হয়েছে শহীদ মজনু একাডেমি মাঠে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
এসময় লায়ন খোরশেদ আলম বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা রাজনীতিবিদরা শুধু মুখের কথায় আশ্বাস না দিয়ে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমরা মানুষের কল্যাণে কাজ করি।
ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনুস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইউনুস উদ্দিন, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু।
এছাড়া আয়োজকদের মধ্যে ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কমল চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ছাত্রদল নেতা মোনতাসির নাবিল ও জোহায়ের আন্দালিব।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা বাবুল মোল্লা বলেন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প একটি মহতি উদ্যোগ। এখানে অনেক অসহায় নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। সাভারের সব রাজনীতিবিদরা যদি খোরশেদ আলমের মত এমন ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করে তবে সাভারবাসী উপকৃত হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?