ডার্ক মোড
Saturday, 02 August 2025
ePaper   
Logo
৩৬ জুলাই গণঅভ্যুত্থান না হলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না :দুলু

৩৬ জুলাই গণঅভ্যুত্থান না হলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না :দুলু

                                       

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে দেশে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে সভা -সমাবেশ করতে পারতাম না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিন্ন মত পোষন করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো।  ছাত্র-জনতার জুলাই বিপ্লবের ফলে দেশের মানুষ আজ মত প্রকাশ সভা সমাবেশ করার এবং স্বাধীন ভাবে চলাচলের সুযোগ পেয়েছে।  সারাজীবন জাতীর কাছে ৫আগস্ট স্মরনীয় বরনীয় হয়ে থাকবে। প্রতি বছর যথাযথ মর্যাদায় ৫আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পালন করা হবে।  শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 

 ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন , জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন