
সুন্দরগঞ্জে স্মরণসভায় শহিদ আবু সাঈদ গণতন্ত্র-মানবাধিকারের জন্য লড়াইরত প্রজন্মের প্রতীক
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
‘শহিদ আবু সাঈদ শুধু একটি নাম নয়, তিনি ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের সেই স্ফুলিঙ্গ, যিনি বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছেন—গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা অর্জনে সাহসই সবচেয়ে বড় শক্তি' গাইবান্ধার সুন্দরগঞ্জে শহিদ আবু সাঈদসহ সকল শহিদের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদসহ সকল শহিদের স্মরণে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উপজেলা শাখার প্রধাব সমন্বয়ক লুৎফর রহমান বকসি, যুগ্ম সমন্বয়ক আজিজুর রহমান, যুগ্ম-সমন্বয়ক ও জুলাই যোদ্ধা আশানুর রহমান, উপজেলা কমিটির সদস্য রঞ্জু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ‘আবু সাঈদ-সহ জুলাইয়ের শহিদরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা মানেই জুলুমকে প্রশ্রয় দেওয়া। আজকের তরুণ প্রজন্মকে সাহসিকতার শিক্ষা নিতে হবে শহিদদের জীবন থেকে।’
তারা আরও বলেন, ‘গণতন্ত্র কখনো উপহার হিসেবে আসে না, এটি ছিনিয়ে আনতে হয়। শহিদ আবু সাঈদ সেই সত্য প্রতিষ্ঠা করে গেছেন নিজের জীবন দিয়ে। তার আত্মত্যাগ একটি প্রজন্মকে প্রতিবাদের প্রেরণা দিয়েছে, দিয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস।’
বক্তারা স্মরণ করিয়ে দেন, ‘এই শহিদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, মানবিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। যারা সত্যের পক্ষে, তাদের এখনই ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
সভায় এনসিপি ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় শহিদদের স্মরণে। শেষে দোয়া মাহফিলে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন