
সাপাহারে নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ২
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহারে নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলা সদরের প্রফেসর পাড়ার মৃত দুলাল চন্দ্র মহন্তের ছেলে প্রদীপ কুমার মহন্ত (২৬) ও শিমুলতলী গ্রামের মোতাহার হোসেনের ছেলে জামাল হোসেন (২৮)।
বৃহস্পতিবার রাত পৌঁনে ৯ টার দিকে উপজেলা সদরের শিমুলতলী একটি আমবাগানের পুকুর পাড় হতে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে থেকে ২০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাপাহার থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে তাদের বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়। এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন