
সান্তাহারে সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার স্টেশন এলাকায় বেলা সাড়ে এগারো ঘটিকার সময় বিশেষ অভিযান চালিয়ে জামাল নামের সংঘবদ্ধ চোর চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
জানা গেছে, আজ ৮ আগস্ট রোজ সোমবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল আযমের নেতৃত্বে উপ-পরিদর্শক মাজেদ আলী তাঁর সঙ্গীয় ফোর্সসহ সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্টেশনের ৩নং প্ল্যাটফর্ম হইতে সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য জামাল হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জামাল হোসেন নাটোরে জেলার নলডাঙ্গা থানার বাসুদেব পুর মধ্য পাড়া গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে। আসামি জামাল হোসেনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান আছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল আযম বলেন, সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আসামি জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। উক্ত আসামিকে চুরি মামলার গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।