সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে এক কোটি ষাট লক্ষ সত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা মূল্যের ১১টি স্বর্ণের বার আটক হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ০১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। এসময় সোনা পাচারের অভিযোগে মোঃ জাকির হোসেন (৩১) নামের একজনকে আটক করেছে বিজিবি। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের মোঃ আরিজুল মোল্লার ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক (বিএ-৬৩৮০) লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ০১জন আসামীসহ ১কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার আটক করে।
বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৩-এস ৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে—এমন সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় আভিযানিকদল উক্ত স্থান হতে বাংলাদেশী নাগরিক মোঃ জাকির হোসেন (৩১)কে আটক করে। পরবর্তীতে আটক জাকির হোসেনের দেহ তল্লাশী করে তাঁর কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ০১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম যার মূল্য এক কোটি ষাট লক্ষ সত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা। স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক (বিএ-৬৩৮০) লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।