
শ্রীপুরে চাঁদাবাজ যুবদল নেতাকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা ডাঃ বাচ্চু
এস এম জহিরুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে একটি বাজারের নিয়ন্ত্রণ নিতে দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দেওয়া বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে দলের নেতাকর্মীদের সহায়তায় তিনি নিজ হাতে জাহাঙ্গীরকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ধৃত জাহাঙ্গীর আলম উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা ও নূরুল ইসলামের ছেলে। তিনি পূর্বে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার এমসিবাজার এলাকায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে সদলবলে মিছিল ও মহড়া দেন জাহাঙ্গীর। সেখানেই প্রকাশ্যে এক পথসভায় তিনি বাজারের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেন বলে অভিযোগ ওঠে। মুহূর্তেই সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
দ্রুত প্রতিক্রিয়া হিসেবে বিএনপি কেন্দ্র থেকে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়। ঘটনার জেরে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়। একটি মামলায় জামিনে মুক্ত হলেও অন্য মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এ বিষয়ে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “জাহাঙ্গীর আলমের মতো সন্ত্রাসী ও চাঁদাবাজ কেউ বিএনপির কর্মী হতে পারে না। তিনি প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মিছিল করেছে, চাঁদাবাজি করেছে—এটা মেনে নেওয়া যায় না। আমরা দায়িত্বশীল দল হিসেবে তাকে বহিষ্কার করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী যেই হোক, কোনো ছাড় নেই।”
ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সচেতন মহল বিষয়টিকে সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী একটি নজির হিসেবেই দেখছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন