ডার্ক মোড
Friday, 21 March 2025
ePaper   
Logo
শ্যামনগরে বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

শ্যামনগরে বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবন আমাদের ঐতিহ্য। সুন্দরবনকে টিকিয়ে রাখা দরকার। শ্যামনগরের পরিচয় সুন্দরবন। জলে কুমির ডাঙ্গায় বাঘ এমন পরিস্থিতিতে বনজীবীরা জীবন ধারণ করেন। এসব কথা গুলি বলছিলেন বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১টায় ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের আয়োজনে দুই দিন ব্যাপী বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। তিনি বনজীবীদের উদ্দেশ্যে করে বলেন সুন্দরবনের সকল সম্পদ সংগ্রহ করতে হবে নিয়ম মেনে। টেকসই ভাবে মধু সংগ্রহের কথা বলেন। প্রকৃতিকে সংরক্ষণ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন।

মুন্সিগঞ্জ লিডার্স কেএমসি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনীতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ^াস, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন। মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির ওসি ফরেষ্টার নির্মল মন্ডলের সভাপতিত্বে ও ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের সহকারী সমন্বয়কারী মোঃ আবু জাফর। জার্মান করপোরেশন ও কেএফডাবলুর আর্থিক সহায়তায় প্রটেক্টিং টাইগারস, পিপল এন্ড দেয়ার ভাইটাল হেবিটেট ইন দ্যা সুন্দরবন ডেল্টা থ্ররু এনগেজিং দ্যা লোকাল কমিউনিটিজ প্রকল্পের আওতায় ১৯ ও ২০ মার্চ দুই দিন ব্যাপী প্রশিক্ষণে সুন্দরবনের জীববৈচিত্র্য বিয়ক তথ্য, ফাস্ট এইড, বনআইনে ক্ষতিপূরণ নীতিমালা, বনজসম্পদ সঠিকভাবে আহরণ, মধু আহরণের সঠিক নিয়মাবলী সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সহায়ক হিসাবে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের সহকারী সমন্বয়কারী, ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের ফিল্ড ফ্যাসিলিটেটর, ফিল্ড এ্যাসিট্যান্ট। বক্তব্য রাখেন মধু আহরণকারী বনজীবী সাজাহান, পূর্নিমা রানী প্রমুখ। আলোচনাশেষে বনজীবীদের মাঝে ফাস্ট এইড উপকরণ সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

ছবি- শ্যামনগরে বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মোছা ঃ রণী খাতুন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন