ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও ভাঙচুর

শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও ভাঙচুর

ঝালকাঠি প্রতিনিধি

গতকাল রাতে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে এক বক্তব্য দেন। তার এই বক্তব্যের প্রতিবাদে রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতা ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দেয়।

এর ধারাবাহিকতায় আজ সকালে ঝালকাঠিতেও আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে (৬ ফেরুয়ারি ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর বাড়িসহ তার পরিবারের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক ভাঙচুর করে।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমির সামনে সাবেক এমপি আমির হোসেন আমুর বেগম ফিরোজা আমু হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও বেগম ফিরোজা আমু ঝালকাঠি টেকনিক্যাল এন্ড বিএম কলেজসহ হামলা ও ভাঙচুর চালান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর ও জনতা।

এরপর তারা আমুর পোড়া বাসভবনে গিয়ে ভাঙচুর শুরু করে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপরই বিক্ষুব্ধ জনতা আমুর ঝালকাঠির বাড়িতে হামলা করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ওই বাড়ি থেকে পোড়া ও অক্ষত অবস্থায় প্রায় ৫ কোটি টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালেদা সাইফুল­াহ বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চন্তাড় করে যাচ্ছে। আমরা তাকে দেশে এনে দ্রুত ফাঁসির কার্যকর করার দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিকন মাহমুদ বলেন, আওয়ামী লীগের কোন কার্যক্রম করতে দেয়া হবে না। দেশ থেকে তাদের ন্যারেশন চীরতরে মুছে ফেলতে হবে। ঝালকাঠিতে আমি হোসেন আমুসহ আওয়ামী লীগের যত স্থাপনা আছে সব ধ্বংস করা হবে। তারা সহ নতুন করে আর কোনো ফ্যাসিজম তৈরি না হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন