ডার্ক মোড
Tuesday, 22 April 2025
ePaper   
Logo
লালমনিরহাটে কিতাবের বান্ডিলে গাঁজা বহন, মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে কিতাবের বান্ডিলে গাঁজা বহন, মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রুদ্রেশ্বর এলাকায় বইয়ের বান্ডিলের ভেতর অভিনব কৌশলে গাঁজা বহনের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাতে অভিযান চালিয়ে ২.৫ কেজি গাঁজাসহ মামুন হোসেন (২৪) নামে এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মামুন লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকার নবীর হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক অভিযানের সাফল্য নিশ্চিত করে বলেন, "মাদক পাচারের নতুন এই কৌশল আমাদের নজর এড়াতে পারেনি। অভিযুক্তকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"

মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মাদকবিরোধী অভিযান জোরদার করায় সীমান্ত এলাকায় অবৈধ পাচার কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন পদ্ধতিতে মাদক সরবরাহের চেষ্টা চলছিল। পুলিশের এই সক্রিয়তাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

উল্লেখ্য, গত কয়েক মাসে লালমনিরহাট জেলায় মাদকবিরোধী অভিযান তীব্র হওয়ায় একাধিক চক্র প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তবে মাদক ব্যবসায়ীদের নতুন কৌশল রোধে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান ওসি সেলিম মালিক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন