
র্যাবের লুট হওয়া গ্যাস গাণসহ মদ-গাঁজা উদ্ধার করলো র্যাব
মুন্সীগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি॥
মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাবের লুট হওয়া একটি গ্যাস গান, বিদেশী মদ ও গাজা উদ্ধার করেছে র্যাব-১০। গতকাল বুধবার ভোর রাত প্রায় ১টার দিকে শ্রীনগরের বাঘড়া এলাকা হতে এসব উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেপতার করতে পারেনি র্যাব।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি অভিযানিক দল বুধবার ভোর রাত প্রায় ১টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় কেটি অভিযান চালায়। ওই ওভিযানে র্যাবের লুট হওয়া একটি বিদেশী অস্ত্র বা ৩৭/৩৮ এমএম গ্যাস গাণসহ ৩৫০ মিলিলিটার পরিমান বিদেশী মদ, ১.৭৫ গ্রাম গাজা, একটি ফেনসিডেলের কালি প্লাস্টিকের বোতল, এক সেট তাসের বান্ডেল ও নগদ ১৭০ টাকা পরিত্যাক্ত অবস্থায় উদ্দার করা হয়। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।