
যুব-নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় দুর্যোগের স্থায়ী আদেশাবলী বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলায় যুব-নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) বিষয়ে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) বিষয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: নুরুল হুদা, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি কল্যান ব্যানার্জি,স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)।
দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন মাসুদ রানা।মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটর সুপ্তি দাশ চৈতী, সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি সাকিব হোসেন, সদস্য শাহনাজ পারভীন ও হৃদয় মন্ডল । সংলাপের উদ্দেশ্য ছিল উপজলো দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয় রেখে ইউনিয়ন এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো আরও সক্রিয় করা এবং যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া । ওয়ার্ড,ইউনিয়ন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমটিগুলোতে তরুণদের অর্ন্তভুক্তি করা। দুর্যোগের উপর স্থায়ী আদেশ সর্ম্পকে যুবকদের মধ্যে ধারনা বৃদ্ধি করা। উপজেলা ও ইউনিয়ান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মধ্যে আরো সক্রিয়করণ ও সমন্বয় বৃদ্ধি করা।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ ধরণের প্রোগ্রাম করলে আর ও ভাল হবে। সাতক্ষীরা দুর্যোগ প্রবণ এলাকা এখানের মানুষকে অবশ্যই দুর্যোগ কালিন সময়ে নিজেদের সচেতন হতে হবে যুবদের প্রশিক্ষণের ব্যবস্থাপ করতে হবে। সকলের উপস্থিতিতে এ ধরণের যুগোপযোগি প্রোগ্রাম করলে সকলের দায়িত্ববোধ কাজ করবে। যুবদের ইউনিয়নের অন্যান্য কমিটিতে অর্ন্তভুক্তি করার সম্মতি প্রদান করেন। যুব সদস্যরা ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে অর্ন্তভুক্ত হওয়ার প্রস্তাব করেন যা আগামীতে অর্ন্তভূক্তির জন্য আশ্বাস প্রদান করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনা করেন এক্টিভিস্টা মাসুদ রানা