ডার্ক মোড
Sunday, 27 July 2025
ePaper   
Logo
যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান

যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান

ভোলা প্রতিনিধি

যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৭ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , ২৬ জুলাই শনিবার জনৈকা এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে 'সম্পদ' নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। দুপুর ১ টা ৩০ ঘটিকায় লঞ্চটি গজারিয়ায় পৌঁছালে রোগীর অবস্থা আরও অবনতি হয়। উক্ত বিষয়টি লঞ্চে উপস্থিত সেনা সদস্য কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত লঞ্চে গমন করে। অতি দ্রুত গর্ভবতী মহিলাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় ও হাই স্পিড বোটে লঞ্চ হতে ঢাকা সদরঘাটে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট কার যোগে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। 

বর্তমানে রোগী মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং রোগীর শারীরিক অবস্থার আগের চেয়ে অনেকাংশে উন্নতি হয়েছে।

 জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন