ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা: নাগরিকদের দাবি ও প্রশাসনের প্রতিশ্রুতি

মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা: নাগরিকদের দাবি ও প্রশাসনের প্রতিশ্রুতি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত এই সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, অপরাধ দমন ও নগর ব্যবস্থাপনা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় মোরেলগঞ্জ উপজেলায় বিরাজমান নানা সমস্যা নিয়ে বক্তারা তাঁদের মতামত তুলে ধরেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন সামাদ ফেরিঘাটের দুর্নীতি, অটোচালকদের পর্যাপ্ত ড্রাইভিং জ্ঞানের অভাব এবং আইন প্রয়োগের ঘাটতির বিষয়গুলো উল্লেখ করেন। তিনি ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালুর দাবি জানান।

জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ পৌর আমীর মো. রফিকুল ইসলাম অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নাগরিক কমিটির প্রতিনিধি কে. এম. আকিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা মুখপাত্র সায়মন জিওন উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় বসানো সিসি ক্যামেরা সংস্কার, চুরি-ছিনতাই কমাতে রাতে পুলিশের টহল বাড়ানো, ডাকাতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদক সমস্যা নিরসনে নদীর পাড়ে পর্যাপ্ত আলোকসজ্জার দাবি তোলেন।

মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম স্পিড ব্রেকার স্থাপন, মাছ বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ এবং থানার সামনে নিয়মিত গাড়ির লাইসেন্স চেকিংয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ওপর জোর দেন এবং ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান।

মহিলা দলের সভানেত্রী মাহমুদা খানম ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চেয়ে প্রতিটি এলাকায় ভিলেজ ডিফেন্স পার্টি (VDP) গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি, তিনি জানান, সড়ক আইন না মানার কারণে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা রোধে আইন প্রয়োগ কঠোর করা হবে। তিনি মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতাও চান।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন। তিনি সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো চিহ্নিত করে বিপজ্জনক গাছ অপসারণ, দুর্ঘটনা রোধে নিয়মিত মনিটরিং ও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের প্রয়োজনীয়তার কথা জানান এবং তাঁর অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা চৌধুরী সভায় আলোচিত সমস্যাগুলোর সমাধানে প্রশাসনিক উদ্যোগ আরও জোরদার করার আশ্বাস দেন।

সভা শেষে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম নাগরিকদের উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি জনগণের স্বার্থে প্রতি মাসে অন্তত চারটি মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দেন। সভায় অংশগ্রহণকারীরা প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সুশৃঙ্খল মোরেলগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন