ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপি’র শোভাযাত্রায় সংঘর্ষ

মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপি’র শোভাযাত্রায় সংঘর্ষ

মুন্সীগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি॥

মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার পহেলা বৈশাখের দিন বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। শুভ (২৮) ও শীমন (২০) নামের আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। এতে অংশ নেন জেলা বিএনপি’র শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী। পরে বেলা সাড়ে ১২টার দিকে শহর সুপারমার্কেট এলাকায় শোভাযাত্রাটি পৌঁছালে হঠাৎ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় কিলঘুষি ও সংঘর্ষে। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমি মিছিলের অগ্রভাগে ছিলাম। পেছনে কারা হট্টগোল করেছে তা আমি দেখিনি। পরে আমার নেতাকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কথা কাটাকাটির জেরে কয়েকজনের মধ্যে এই ঘটনা ঘটতে পারে। তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে কিছুটা হট্টগোলের খবর পেয়েছি। তবে তারা নিজেরাই তা মিটিয়ে নিয়েছে। কোনও পক্ষ অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন