ডার্ক মোড
Friday, 21 March 2025
ePaper   
Logo
মুন্সীগঞ্জের মেঘনা নদী হতে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের মেঘনা নদী হতে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ (দক্ষিন) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নয়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে সকালে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে জারিয়া নৌ পুলিশকে বিষয়টি অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুব আলম বলেন, আনুমানিক ১৮-২০ বছর বয়সী খালি শরীরে অর্ধগলিত ওই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।#

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন