ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
মিঠাপুকুরে ট্রাকের চাপায় যুবক নিহত

মিঠাপুকুরে ট্রাকের চাপায় যুবক নিহত

মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি: 

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আব্দুল আউয়াল(২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) শেষ বিকেলে রংপুর ঢাকা মহাসড়কের বলদীপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।নিহত আউয়াল রানীপুকুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বলদীপুকুর বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেলে রাস্তার পূর্বদিকে পারাপারের সময় কুষ্টিয়া ট-১১ ০১০৪ ঢাকাগামী ট্রাকটি চাপা দেয়।পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে মারা যায়।দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন