
বোয়ালখালীতে চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বিপ্লব দাস,বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার (২০ এপ্রিল) বোয়ালখালীতে চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম,
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও চট্টগ্রাম এর ১৫ উপজেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তাদের টিম বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে জেলা সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের টিম বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিটি ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সিভিল সার্জনসহ সকল দায়িত্বশীল কর্মকর্তাগণ বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রশংসা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেরামতযোগ্য টয়লেটগুলো সংস্কারসহ সার্বিক স্যানিটেশন ব্যবস্থার উন্নীতকরণে এবং কনডেমনেশন কাজে সিভিল সার্জন এর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ডা. জাহাঙ্গীর এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন