ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
বৈশ্বিক টিভি বাজারে টানা ১৯ বছর শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস — আধুনিক প্রযুক্তি আর উদ্ভাবনে নেতৃত্ব অব্যাহত

বৈশ্বিক টিভি বাজারে টানা ১৯ বছর শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস — আধুনিক প্রযুক্তি আর উদ্ভাবনে নেতৃত্ব অব্যাহত

স্টাফ কোর্সপোন্ডেড

 

বৈশ্বিক টিভি বাজারে টানা ১৯তম বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। খ্যাতনামা বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া-র তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক টিভি বাজারে প্রতিষ্ঠানটির দখলে ছিল ২৮.৩ শতাংশ অংশ।২০০৬ সাল থেকে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা এই সাফল্যের পেছনে রয়েছে প্রিমিয়াম ও আল্ট্রা-লার্জ স্ক্রিন প্রযুক্তিতে উদ্ভাবন, সর্বাধুনিক প্রযুক্তির সংযোজন এবং ক্রমাগত গ্রাহক-কেন্দ্রিক উন্নয়ন।স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ধারাবাহিকভাবে ১৯ বছর শীর্ষস্থান ধরে রাখার এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি গ্রাহকদের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন। আমরা ভবিষ্যতেও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে টিভি শিল্পের সম্ভাবনা উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ।” বিশ্বব্যাপী প্রিমিয়াম টিভি (আড়াই হাজার মার্কিন ডলার বা তার বেশি মূল্যের) বাজারে স্যামসাংয়ের শেয়ার ৪৯.৬ শতাংশ, এবং ৭৫ ইঞ্চি বা তার বেশি স্ক্রিন সাইজের আল্ট্রা-লার্জ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির বাজার শেয়ার ২৮.৭ শতাংশ।কিউএলইডি ও ওএলইডি— উভয় সেগমেন্টেই স্যামসাং তাদের নেতৃস্থানীয় অবস্থান বজায় রেখেছে।কিউএলইডি টিভি বাজারে তাদের হিস্যা ৪৬.৮ শতাংশ  ওএলইডি সেগমেন্টে বাজার হিস্যা ২৭.৩ শতাংশ ২০২৪ সালে স্যামসাং বিক্রি করেছে ৮.৩৪ মিলিয়ন কিউএলইডি ইউনিট, যা প্রথমবারের মতো বৈশ্বিক টিভি বিক্রির ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। অন্যদিকে, ১.৪৪ মিলিয়ন ওএলইডি ইউনিট বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি ওই সেগমেন্টে ৪২ শতাংশ বিক্রির প্রবৃদ্ধি এবং ৪.৬ শতাংশ বাজার শেয়ার বৃদ্ধি অর্জন করেছে।ক্রেতাদের মাঝে ওএলইডি প্রযুক্তির জনপ্রিয়তা বাড়ার পেছনে স্যামসাংয়ের উদ্ভাবনী প্রযুক্তিই মূল ভূমিকা রেখেছে।উল্লেখযোগ্যভাবে, সিইএস ২০২৫-এ স্যামসাং উন্মোচন করেছে তাদের এআই-সমর্থিত স্ক্রিন প্রযুক্তি Vision AI। এই প্রযুক্তি ব্যবহারকারীদের আচরণ ও পছন্দ বিশ্লেষণ করে তাদের জন্য ব্যক্তিনির্ভর বিশেষায়িত কনটেন্ট ও সেবা প্রদান করবে, যা ভবিষ্যতের বিনোদন অভিজ্ঞতাকে আরও মজবুত ও পরিশীলিত করে তুলবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন