বেতাগীতে ১৬৫ জনকে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে ১৬৫ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর ) সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বেতাগী সরকারি কলেজে ইস্পাহানি ইসলামি চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল বরিশাল শাখার একদল চিকিৎসক টিম এ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন।
স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ কল্যাণ যুব পরিষদের আয়োজনে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম এর সহযোগিতা উপজেলার প্রত্যন্ত এলাকার চোখের নানা রোগের ১৬৫ জন রোগীদের বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা সেবা দেয়া হয়। চোখের ছানী রোগে আক্রান্ত ১৮ জনকে অপারেশনের জন্য বরিশাল পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক সাংবাদিক আব্দুস ছালাম সিদ্দিকী,ইস্পাহানি ইসলামি চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের ক্যাম্প কো-অর্ডিনেটর রতন চন্দ্র শীল, উদীচী শিল্পী গোষ্ঠী বেতাগী সংসদের সভাপতি দিপক কুমার গুহ, জাতীয় যুব কাউন্সিল সদস্য ও তরুণ কল্যাণ যুব পরিষদের সভাপতি অলি আহমেদ, সাংবাদিক আরিফুর রহমান সুজন, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সদস্য, মো: আশিকুর রহমান মুন্না প্রমুখ।