বিশ্বকাপ নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন টাইগ্রেস অলরাউন্ডার
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের মাটিতে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গড়াবে আসন্ন এই বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপকে সমানে রেখে আজ থেকে মিরপুর শের-ই বাংলার মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী দল।
অনুশীলন শুরুর আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হন নাহিদা আক্তার। বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে নাহিদা বলেন, 'আলহামদুলিল্লাহ, আমরা শ্রীলঙ্কাতে পাঁচটা ম্যাচ খেলতে পেরেছি। আমরা বলব যে, আলহামদুলিল্লা্ আমাদের ব্যাটাররা খুব ভালো ছন্দে আছে, বোলাররাও ছন্দে আছে। আশা করছি মেইন ম্যাচে কাজে লাগাতে পারব। অবশ্যই (ভালো কিছুর) প্রত্যাশা করছি আমরা চেষ্টা করব ম্যাচ জেতার জন্য, আমরা জেতার জন্যই যাবো।'
অনুশীলন নিয়ে নাহিদার ভাষ্য, 'পরিবর্তন নিয়ে আমাদের কথা হয়েছে ম্যানেজমেন্টের সাথে, আমরা খেলোয়াড়রা কথা বলেছি। আমাদের কোন কোন জায়গায় আরও উন্নতি করতে হবে সেটা নিয়ে কাজ করছি। আশা করছি ফ্লাডলাইটে অনুশীলন আছে আমাদের, চেষ্টা করব যাতে আমরা সেটা মেইন ম্যাচে কাজে লাগাতে পারি।'
ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে না পেরে কিছুটা আক্ষেপ রয়েছে নাহিদার, 'আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা তো আশা করেছিলাম আমাদের দেশেই বিশ্বকাপটা যেন হয় এটা সব খেলোয়াড়েরাই চায়। আপনারা অবশ্যই চান এটা আমাদের দেশে হোক। এখন যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, চলে গেছে। আমরা চেষ্টা করব...এর আগে আবু ধাবিতে আমরা ম্যাচ খেলেছি। আমি যতটুকু জানি ওখানকার উইকেট একই রকম হয়। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।'