
বামনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা
বামনা (বরগুনা) প্রতিনিধি
আস্হার দীপ্তী, তারুন্যের মুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বরগুনা বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়নসংস্হা রূপান্তরের আয়োজনে সুন্দর বণ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই প্রকল্পের অধীনে ১৭ টি উপজেলায় ১৭ টি যুব নেটওয়ার্ক কাজ করবে তাদের এলাকায় প্রচার অভিযানের মাধ্যমে প্লাস্টিক বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে জেলে সম্প্রদায় এবং সমাজের গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করা, বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দর বন যা বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত।
সুন্দর বনের ৬০% এলাকা বাংলাদের উপকূলীয় অঞ্চল জুড়ে অবস্হিত বিশেষত খুলনা, বাঘেরহাট,সাতক্ষীরা, পিরোজপুর ও বরগুনা উপকূলীয় সূরক্ষা ও প্রাকৃতিক ভারসম্য রক্ষায় সুন্দর বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দর বন সংলগ্ন ১০ কিঃ মিঃ এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। এ এলকার মানুষের অপরিকল্পিত কার্যক্রমের কারণে ৫ টি জেলার ১৭ টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে মানুষের কারনে দূষন বাড়ছে বিশেষত প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা সন্ময়কারী অনুপ রায় ইকো সুন্দর বন বরগুনা জেলা, মোঃ খলিলুর রহমান কোঅর্ডিনেটর বরগুনা জেলা, বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম প্রমুখ।