
বাউফলে জুলাই যোদ্ধা আহত হৃদয়ের মৃত্যু
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জুলাইয়ের বিপ্লবে পুলিশের গুলিতে আহত মোঃ আশিকুর রহমান হৃদয় (১৭) অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন। গত শুক্রবার (৪ এপ্রিল) বিকালের দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয় বাউফল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে।
জানা গেছে, হৃদয় ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। গত ১৮ জুলাই ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে তার মাথায় তিনটি গুলি লাগে। প্রাণের ভয়ে আত্মগোপনে থেকে সীমিত চিকিৎসা নেওয়া হয়।
৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। তাঁর মাথা থেকে দুটি গুলি বের করা হলেও একটি গুলি মস্তিষ্কে থেকে যায়। একারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো
হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের একটি গরু ও রিক্সা বিক্রি করে যতটুকু পেরেছি ততটুকু চিকিৎসা করিয়েছে। হয়তো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে আমার ছেলে বেঁচে থাকতো।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রউফ বলেন, শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডেকিল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দিয়েছি। স্বজনরা তাকে আর নিয়ে যেতে পারেননি। বিকাল তিনটার দিকে তিনি মারা যায়। শনিবার সকালে জানাজা শেষে হৃদয়ের পারিবারিক কবরস্থান দাফন করা হয়। এই নিয়ে বাউফলে ৭জনের জুলাই যোদ্ধা হিসেবে মৃত্যু হয় ।
৫.৪.২৫
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন