ডার্ক মোড
Tuesday, 25 March 2025
বাংলা
  • English
  • বাংলা
ePaper   
Logo
বরিশালে ১৬ হাজার টাকার জাল নোটসহ কারবারী গ্রেফতার

বরিশালে ১৬ হাজার টাকার জাল নোটসহ কারবারী গ্রেফতার

বরিশাল ব্যুরো

বরিশাল নগরীতে ক্রেতা সেজে দোকানদারকে টাকা দেয়ার সময় ১৬ হাজার টাকার জাল নোটসহ কারবারী আশ্রাফুল (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল শনিবার বিকালে নগরীর ৩ নং ওয়ার্ড পুরানপাড়ার মতাশা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

গ্রেফতার আশ্রাফুল বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা বলেন, তার সঙ্গে ৩০ হাজার টাকার জাল নোট ছিল। আটকের আগেই ১৪ হাজার টাকার জাল নোট দিয়ে বিভিন্ন দোকানদারের কাছ থেকে পণ্য কিনেছেন। পরে তাকে ১৬ হাজার টাকাসহ পুলিশে তুলে দেয়া হয়। তিনি ঢাকা থেকে ৩০ হাজার টাকার জাল নোট নিয়ে বরিশাল নগরীতে এসেছিলেন বলে জানান স্থানীয়রা।

ওসি নাজমুল নিশাত বলেন, আশ্রাফুল মতাশা এলাকার একজন নারীর দোকানে এক হাজার টাকা একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে যায়। তখন নোটটি দেখে দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা জাল নোটের বিষয়টি নিশ্চিত হয়ে আশ্রাফুলকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়া হয়। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন