পুঠিয়ায় রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ পুঠিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বৈকাল ৩:৩০ ঘটিকায় পুঠিয়ার বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান।
প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর নস্কর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কার্যকরী সভাপতি, সাইফুল আলম মানিক, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ-সভাপতি, মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, নাজদুল হক, আওয়ামী মাৎস্যজীবী লীগ রাজশাহী জেলা সদস্য সচিব মনিরুজ্জামান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম শান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, রাজশাহী যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শিলী, আওয়ামী মাৎস্যজীবী লীগ রাজশাহী জেলা যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান নয়ন প্রমূখ। বক্তব্যের পূর্বে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় এবং বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী রাজশাহী জেলার ৯টি উপজেলার ২৫ সদস্যের নাম তালিকা প্রকাশ করেন।