
পত্নীতলায় বজ্রপাতে নিহত-১
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে স্বাধীন হোসেন (২৬) নামে এক কৃষি শ্রমিকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও ৪জন কৃষি শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়,
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌণে ১০টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা গ্রামের ফসলী মাঠে এ ঘটনাটি ঘটেছে। নিহতের বাবার নাম রহমান সোনার ও তাঁর বাড়ি পশ্চিম পাটিচরা গ্রামে। ঘটনার পর এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা স্বাধীনকে মৃত ঘোষণা করেন। সে জমি চাষ মেশিন 'পাওয়ার টিলার' চালক হিসেবে নিয়োজিত ছিলেন।
অপর আহত ৪ জন আহতরা হলেন, বাবুলাল মুর্মু, ফুলমনি, প্রণয় ও উইলিয়ামসন। তারা সবাই পশ্চিম পাটিচরা এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে দুই জন গুরুতর আহত। এ রিপোর্টটি লেখা পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, মাঠে কৃষি শ্রমিকেরা কাজ করার সময় বৃষ্টি ও বজ্রপাত সংগঠিত হওয়ার কারণে গভীর নলকূপের ঘরে (ডীপ টিউবয়েল) আশ্রয় নেয়। এসময় বজ্রপাতের কবলে পড়েন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন 'আমার দেশ'কে বলেন, 'স্বাধীন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন কৃষি শ্রমিক আহত হন।'
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন